রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ গত ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, রাত ৮টা ১৪ মিনিটে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে মহাসমাধিতে লীন হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। গত কয়েক বছর যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা উপসর্গে ভুগছিলেন। ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুেক সংক্রমণ ধরা পড়ায় তাঁকে কলকাতা পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অবস্থান করছিলেন। ১৮ জানুয়ারি ২০২৪ পুনরায় তিনি অসুস্থ হয়ে পড়লে পিয়ারলেস হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁকে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে নিয়ে আসা হয়। একমাস পর তাঁর সেপ্টিসিমিয়া ধরা পড়ায় তাঁকে ভেন্টিলেটার-সাপোর্টে রাখা হয়। এই সময় ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পূজনীয় মহারাজকে দর্শন করে আসেন। ১৩ মার্চ ট্র্যাকিওস্টমি করা হয়। অবশেষে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি মহাসমাধি লাভ করেন। তাঁর পবিত্র মরদেহ সর্বসাধারণের দর্শন ও শ্রদ্ধানিবেদনের জন্য ২৬ মার্চ রাত্রেই বেলুড় মঠে আনয়ন করা হয়। ২৭ মার্চ রাত্রে অল্প বর্ষণসিক্ত আবহাওয়ায় বহু ভক্ত নরনারী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীর উপস্থিতিতে মঠের সমাধিভূমিতে তাঁর দেহ চিতাগ্নিতে উৎসর্গ করা হয়। পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজী মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল ভি. জয়রমন। রামকৃষ্ণ সংঘে এইজন্য তিনি ‘জয়রাম মহারাজ’ নামে পরিচিত ছিলেন। ১৯২৯ সালের ২৫ ডিসেম্বর তিনি মাদ্রাজ রাজ্যের (বর্তমানে তামিলনাড়ু) তাঞ্জোর (বর্তমানে তাঞ্জাভুর) জেলার আন্দামি গ্রামে মাতামহের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুম্বাই কেন্দ্রে যোগ দিয়ে রামকৃষ্ণ সংঘের সপ্তম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছ থেকে মন্ত্রদী‌ক্ষা এবং ১৯৫৬ সালে ব্রহ্মচর্যদী‌ক্ষা লাভ করেন। তাঁর নতুন নাম হয় ‘ব্রহ্মচারী সম্বিতচৈতন্য’। ১৯৬০ সালে নিজ গুরুর কাছ থেকে সন্ন্যাসলাভ করার পর তাঁর নতুন নাম হয় ‘স্বামী স্মরণানন্দ’। মুম্বাই আশ্রমে তিনি বিভিন্ন দায়িত্বে বৃত ছিলেন। ১৯৫৮ সালে তাঁকে কলকাতার অদ্বৈত আশ্রমে পাঠানো হয়। ১৮ বছর তিনি ঐ আশ্রমে (মায়াবতী ও কলকাতা কেন্দ্রে) নিষ্ঠার সঙ্গে কাজ করেন।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in