ডাঃ অনন্যা দাস লিখিত মা নর্মদার তটে প্রাচীন তীর্থাবলী গ্রন্থে পবিত্র নর্মদা ও তার পার্শ্ববর্তী তীর্থ‌ক্ষেত্রসমূহের বিবরণ লিপিবদ্ধ হয়েছে।

ডাঃ অনন্যা দাস লিখিত মা নর্মদার তটে প্রাচীন তীর্থাবলী গ্রন্থে পবিত্র নর্মদা ও তার পার্শ্ববর্তী তীর্থ‌ক্ষেত্রসমূহের বিবরণ লিপিবদ্ধ হয়েছে। লেখিকা স্বয়ং এই তীর্থস্থানগুলি দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে স্বচ‌ক্ষে দেখেছেন, সেগুলির পৌরাণিক গাথা সযত্নে অধ্যয়ন করেছেন, তারপর গ্রন্থরচনায় অগ্রসর হয়েছেন। সমগ্র গ্রন্থটিকে মোট সাতটি পর্বে বিভক্ত করা হয়েছে। স্কন্দপুরাণ-এর রেবা খণ্ড এবং বায়ুপুরাণ-এর নর্মদা খণ্ড অনুসারে মা নর্মদার আবির্ভাব, মাহাত্ম্য ও পৌরাণিক গাথাসমূহ অনুপুঙ্খভাবে বর্ণনা করেছেন লেখিকা। গ্রন্থটি ভ্রমণকাহিনি নয়, আন্তরিক ভক্তের দৃষ্টিতে রচিত; তাই নর্মদা-পরিক্রমার মূল বর্ণনার পূর্বে মা নর্মদার মানসপূজা ও মানসতীর্থের কথা উল্লেখ করেছেন লেখিকা। যথাবিহিত ধ্যানমন্ত্র, প্রার্থনা ও স্তুতির অবতারণা করা হয়েছে। এরপর প্রথমে রয়েছে মা নর্মদার উৎপত্তিস্থল অমরকণ্টকের তীর্থসমূহের বর্ণনা। তৎপরে ক্রমান্বয়ে দ‌ক্ষিণতট ও উত্তরতটের তীর্থরাজির বর্ণনা লিপিবদ্ধ হয়েছে। প্রতিটি তীর্থের সঙ্গে সংযুক্ত পুরাণকথাকেও লিপিবদ্ধ করেছেন লেখিকা। গ্রন্থশেষে ছবিগুলি চিত্তাকর্ষক। সব মিলিয়ে ভক্ত-পাঠকের কাছে বইখানি স্বর্ণখনিরূপে বিবেচিত হতে পারে। নর্মদা-পরিক্রমা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য এখানে সন্নিবেশিত হয়েছে। সাহিত্যের মানদণ্ডে বইটি কতখানি উত্তীর্ণ হতে পেরেছে তা নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও, গবেষণাধর্মী তথ্যসমৃদ্ধ গ্রন্থ হিসাবে বইটির মূল্য অপরিসীম।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in