সনৎ দে
দুপুরের রঙে
আবৃত—
ঝরাপাতা, পথ, বনরেখা, প্রান্তর—
সুন্দরে সুন্দরে পরিস্নাত।
পাখির ডানার শব্দে—
নৈঃশব্দ্য গভীর হচ্ছে শুধু।।
সনৎ দে
দুপুরের রঙে
আবৃত—
ঝরাপাতা, পথ, বনরেখা, প্রান্তর—
সুন্দরে সুন্দরে পরিস্নাত।
পাখির ডানার শব্দে—
নৈঃশব্দ্য গভীর হচ্ছে শুধু।।