দুর্গাপুজো ও বাঙালি যেন সমার্থক, একটিকে বাদ দিয়ে অন্যের সত্তা কল্পনা করা যায় না। এ এমন এক

দুর্গাপুজো ও বাঙালি যেন সমার্থক, একটিকে বাদ দিয়ে অন্যের সত্তা কল্পনা করা যায় না। এ এমন এক পুজো যাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঙালি সারা বছর মানসিকভাবে লালনপালন করে থাকে তার আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, উচ্ছ্বাসকে রূপ দেওয়ার জন্য। বেশ কিছু মানুষ আছে যারা পুজোর ছুটিকে কেন্দ্র করে সারাবছরের একই জায়গায় থাকার একঘেয়েমিকে দূর করতে সপরিবারে বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকে। আমি বরাবরই ভ্রমণপিপাসু এবং অন্যান্য অনেকের মতোই পুজোর ছুটিকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়তাম; তাতে অনির্বচনীয় তৃপ্তি ও আনন্দ যুগপৎ লাভ করতাম। আজ ক্ষুদ্র পরিসরে এমনই এক অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই আপনাদের সাথে। বেশ কিছুকাল আগে ঠিক করলাম, এবার পুজোর ভ্রমণসূচিতে কিছুটা পরিবর্তন করা যাক। অন্যান্য বারের মতো দেশেরই কোনো এক প্রান্তে যাওয়ার থেকে আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে বেছে নিলাম। কারণটা প্রথমত, পূর্বপুরুষের ভিটে ও আর সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকা পুজোর বিভিন্ন নস্ট্যালজিক ঘটনা। দ্বিতীয়ত, যদিও এর আগে দুবার বিভিন্ন সময়ে বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু এবার দুর্গাপুজো কাটানোই অভিপ্রায় ছিল। বাংলাদেশের আকর্ষণীয় দুর্গাপুজোগুলির মধ্যে ঢাকা রামকৃষ্ণ মিশনের পুজো সবিশেষ উল্লেখযোগ্য—যেখানে মঠ-মিশনের নিখুঁত আচার, নিয়মকানুন মেনে মা পূজিতা হন। যেহেতু দেশের বিভিন্ন মঠ-মিশন ও সর্বোপরি বেলুড় মঠেও দুর্গাপুজো দেখার সৌভাগ্য হয়েছে, তাই ঢাকা মিশনের দুর্গাপুজো দেখার আলাদা আকর্ষণ বরাবরই ছিল। পুজোর প্রতিটি দিন সকাল ও সন্ধ্যায় জাতি-ধর্ম নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত যোগদান, উৎসাহ ও শ্রদ্ধাভক্তি-সহ দীর্ঘ সময় অবধি পুজো প্রত্যক্ষ করা—এমনই সব অভিজ্ঞতা, যেগুলি আজ স্মৃতির মণিকোঠায় চিরস্থায়ী আসন লাভ করেছে। ঢাকা মিশনের অতিথিগৃহে থাকার সুবাদে একেবারে ভোর থেকে সানাই ও ঢাকবাদ্যি-সহ শুরু হয়ে পুজোর প্রতিটি পর্ব প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে, বিশেষত মহাষ্টমীর দিন কুমারীপুজো দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আগমন, অগ্রগণ্য সব সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলির সংবাদদাতাদের উজ্জ্বল উপস্থিতি ও সম্প্রচার, মহারাজদের উদাত্তকণ্ঠে মন্ত্রোচ্চারণ—সব মিলিয়ে মন যে কোন্ স্তরে চলে যায় তা বোঝানো যাবে না, শুধুই...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in