একদেশে একবার গরিব, বড়লোক নির্বিশেষে সমস্ত মানুষই অন্ধ হয়ে গিয়েছিল কিছুটা সময় বা কিছুদিনের জন্য। দ্রুত অন্ধত্ব সংক্রামক

একদেশে একবার গরিব, বড়লোক নির্বিশেষে সমস্ত মানুষই অন্ধ হয়ে গিয়েছিল কিছুটা সময় বা কিছুদিনের জন্য। দ্রুত অন্ধত্ব সংক্রামক রোগের মতো এমনভােব ছড়িয়ে পড়েছিল যে, অন্য লোকের দিকে কেউ তাকালেই সেও অন্ধ হয়ে যাচ্ছিল। সেখানেও এদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা হয়। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত দেশের রাষ্ট্রব্যবস্থা চেষ্টা করছিল সেই ‘ব্লাইন্ডনেস’-এর সংক্রমণ থেকে মুক্তি পেতে। তবুও খুব দ্রুত ভেঙে পড়ছিল সে-দেশের চোখে দেখতে পাওয়া মানুষদের বহু যত্নে গড়া শি‌ক্ষা-সভ্যতা-সংস্কৃতি তথা সমাজব্যবস্থা। ক্রমে ভয়ংকর আর আচমকা এসে পড়া অন্ধত্বের অন্ধকারে ডুবে যাচ্ছিল সেই দেশ—চ‌ক্ষুষ্মানের আলোকিত দেশ। তারপর বেশ কিছুদিন পর যখন ধীরে ধীরে সেই অন্ধত্বের সংক্রমণ মিলিয়ে যায়, দেখা দেয় নতুন সংকট। যে-মানুষেরা আগে চোখে দেখতে পেত তারাই যখন নিজেদের গভীর অন্ধত্বের দিনগুলোর মধ্য দিয়ে ফিরে এল নিজেদের পুরানো আলোর জগতে, তখন তারা হয়ে উঠল নতুন এক মানুষ। নতুন অভিজ্ঞতার সেই মানুষেরা নিজেদের চিনতে বুঝতে শিখল নতুন করে। হোসে সারামাগোর (Jose Saramago) ‘Blindness’ উপন্যাসে ছিল প্রায় এমনই এক জগতের কথা। কলকাতায় এই বছর একদল দৃষ্টিহীন অভিনেতা-অভিনেত্রী একটা নাটক করছে। রবীন্দ্রনাথের নাটক—‘তাসের দেশ’। সেই তাসের দেশে কেউই দু-চোখে কিছু দেখে না, তবু তারা যখন দলবেঁধে মঞ্চে নৃত্যগীত করে—“বাঁধ ভেঙে দাও…/ বন্দী প্রাণমন হোক উধাও” কিংবা বলে—‘ভয় করি না অজানারে…’, “আমরা শুনেছি ঐ মাভৈঃ মাভৈঃ মাৈভঃ/ কোন্ নূতনেরি ডাক…” তখন আশ্চর্য লাগে! জানতে ইচ্ছে হয়, সত্যি ঐ দৃষ্টিহীন যুবক-যুবতীরা ‘কোন্ নূতনের ডাক’ শুনেছে? বা আদৌ শুনেছে কি? মঞ্চের ওপরে জানি সকলই বানিয়ে তোলা, অলীক; তবু তার মধ্যে কি কখনো দু-একটা নির্ভেজাল সত্যও থাকে না? জানতে চাই ওদের ‘বন্দী প্রাণমন’ কেমন করে উধাও হয়? অন্তত এই থিয়েটারের মতো এক শিল্পের কাছে এসে। বিদেশের ‘থিয়েটার অব দ্য আনপ্রেস্ড’-এর কথা শোনা যায় ব্রাজিলের অগস্ত্য বোয়ালের কাজে-কর্মে। ‘থিয়েটার ইন এডুকেশন’ কিংবা ‘ড্রামা থেরাপি’— এই বিষয়গুলো খুব পরিচিত। কিন্তু এই বাংলায়, এই কলকাতায় একদল দৃষ্টিহীন যুবক-যুবতী গত সাতাশ বছর ধরে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in