ছিপ হাতে বসে দেখি—জলের ভেতরেদৌড়াদৌড়ি করে মাছ, আর তারও নিচেসাঁতার কাটছে পাখি উড়ন্ত ডানায়গাছের পাতারা ভাসে ছায়ার মতন…নিস্পৃহ গোধূলি যেন সলিল-সন্ন্যাসীলাজে রাঙা ঢেউয়ে আজ ফাতনা টলমলজলপোকা সাঁতরে যায় পাড়া থেকে পাড়াপেছনে সাপের ফোঁস—শব্দের গরল!সুজন সহনশীল, দূরে থাকে একাজলের সহজ রেখা বাষ্প হয়ে বুকে,মৃত্যু মোহে মত্ত মাছ যাতনা-প্রেমিকদূরাগত আলো পড়ে চোখের সম্মুখে…পাখিটি চেয়েছে রোজ চোখের অবাকচোখের ভেতর জল দিব্যদৃষ্টি পাক!
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹80/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in