স্বামী ত্রিগুণাতীতানন্দজী মনে করতেন, একটি আধ্যাত্মিক সংগঠন যেহেতু তার সদস্যদের এক বিমূর্ত, অজানা, অতীন্দ্রিয় অনুভূতি
।।২।। স্বামী ত্রিগুণাতীতানন্দজী মনে করতেন, একটি আধ্যাত্মিক সংগঠন যেহেতু তার সদস্যদের এক বিমূর্ত, অজানা, অতীন্দ্রিয় অনুভূতি প্রাপ্তির পথে এগিয়ে যেতে সাহায্য করে, সেহেতু সেই সংগঠনের সদস্যদের জীবনচর্যার রূপরেখা ভাসাভাসা না হয়ে খুব দৃঢ় শক্ত বাঁধুনির ওপর প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এই প্রয়োজনবোধ থেকে এবং আমেরিকায় বেদান্তের আচার্য হিসাবে তাঁর আট বছরের অভিজ্ঞতার ভিত্তিতে ১৯১১ সাল নাগাদ তিনি মূলত লস এঞ্জেলস এবং তার আশপাশের বেদান্তকেন্দ্রগুলির সুষ্ঠু পরিচালনার স্বার্থে ৭৫টি অনুশাসন-সম্বলিত ‘Rules and Regulations Governing Vedanta Centers’ প্রণয়ন করলেন। অনুশাসনগুলি কোনো শুষ্ক প্রশাসনিক নির্দেশমাত্র ছিল না, এ ছিল একজন ভাগবত-পুরুষের শুদ্ধ অন্তঃকরণ-সঞ্জাত কতকগুলি নৈতিক ও আধ্যাত্মিক পথনির্দেশ। এই অনুশাসন শুধু বেদান্তকেন্দ্র নয়, পৃথিবীর যেকোনো ধর্মসম্প্রদায়ের কাছেই জীবনের পরম লক্ষ্য ও তার প্রাপ্তির উপায় সম্বন্ধে অবশ্যপ্রয়োজনীয় বলে মনে হতে পারে। কেউ কেউ একে ‘Guidelines for Saints’ আখ্যা দিয়েছিলেন। ত্রিগুণাতীতানন্দজী প্রণীত ঐ অনুশাসনের নির্বাচিত কিছু অংশের নমুনা এখানে দেওয়া হলো— “এ হলো একটা বিরাট আপেক্ষিক জগৎ। এখানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এখানে কারোরই ব্যক্তিজীবন তার ব্যক্তিগত ব্যাপারমাত্র নয়, বরং ব্যক্তিজীবন এখানে সমষ্টিজীবনের সঙ্গে নাড়ির অচ্ছেদ্য বন্ধনে সম্পৃক্ত। এখানে একজনের লাভ মানে সমগ্র জগতের লাভ, একজনের লোকসান মানে সমগ্র জগতের লোকসান।… তাই এখানে, এই অনিত্য পৃথিবীতে, আমাদের স্বার্থত্যাগ করার শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ, অপরের বিপদে সাহায্য করার চেয়ে বড় ধর্ম আর কিছু হতে পারে না। সুতরাং, আসুন আমরা অপরের জন্য বাঁচি—বাঁচার মতো করে বাঁচি। অপরের জন্য বেঁচে যে-আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ প্রাপ্তির সন্ধানই আমাদের এজীবনের সাধনা হয়ে উঠুক। “এই উচ্চতর এবং মহত্তর সংস্কৃতি-নির্ভর জীবন- যাপনের জন্য কতকগুলি নিঃস্বার্থ ও অসাম্প্রদায়িক কেন্দ্র গড়ে ওঠা প্রয়োজন। মানসিক ও আধ্যাত্মিক শক্তির সম্মিলনে গড়ে ওঠা এই কেন্দ্রগুলির নাম দেওয়া যেতে পারে ‘বেদান্তকেন্দ্র’।… এই কেন্দ্র ব্যক্তিপূজার সঙ্গে সংশ্রবরহিত, চূড়ান্তভাবে অসাম্প্রদায়িক, সর্বতোভাবে নিঃস্বার্থ এবং আত্মজ্ঞানলাভের তীব্র অভীপ্সা-সমন্বিত এক মুক্ত সংগঠন।… “গুরুবাদে বিশ্বাস করবে না। যাঁদের গুরু...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in