সমস্ত মহামানবের বাণীর মূল সুর মানুষকে উত্তরণের পথ-নির্দেশ করার মধ্যেই নিহিত।

শাশ্বত ভারতবাণীঅজয় ভট্টাচার্যপ্রকাশক :প্রশান্ত চক্রবর্তীগিরিজা লাইব্রেরী২২/সি, কলেজ রোকলকাতা-৯৩০০.০০ সমস্ত মহামানবের বাণীর মূল সুর মানুষকে উত্তরণের পথ-নির্দেশ করার মধ্যেই নিহিত। এই ভাবকল্পে অজয় ভট্টাচার্য সংকলন করেছেন শাশ্বত ভারতবাণী গ্রন্থটি। অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত সময়কালের একশো পঁয়ত্রিশ জন মহাত্মার বাণী এই গ্রন্থের মধ্যে সংযোজিত হয়েছে। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি, খ্রিস্টান, ইসলাম প্রভৃতি ধর্মসম্প্রদায়ের আচার্য ও গুরুর বাণীর সংকলন মানবতাবাদী এক ভাবের জন্ম দিয়েছে। গ্রন্থটি মনের ‌ক্ষুদ্রচেতনাকে দূরে সরিয়ে মানুষকে উত্তরণের পথ দেখাবে এবং ধর্মজীবনে যাঁরা আগ্রহী, তাঁদের সহায়তা করবে। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in