সোশ্যাল মিডিয়া বহু মানুষের দৈনন্দিন জীবনের একটি বিস্তৃত অংশ অধিকার করিয়া রহিয়াছে।
সোশ্যাল মিডিয়া বহু মানুষের দৈনন্দিন জীবনের একটি বিস্তৃত অংশ অধিকার করিয়া রহিয়াছে। সারা বিশ্বে প্রায় পাঁচ বিলিয়ন মানুষ প্রতিদিন তথ্যসংগ্রহ এবং ভাববিনিময়ের জন্য এই মাধ্যম ব্যবহার করিয়া থাকে৷ সত্যিই, বর্তমানে আমরা খুব ‘কানেক্টেড’। বিশেষত একই মানসিকতার, একই বিষয় পছন্দ করে—এমন মানুষেরা খুব দ্রুত সংযুক্ত হইবার সুযোগ পায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিজ্ঞানের এমনই ব্যবস্থা রহিয়াছে যে, আমাদের আগ্রহগুলি দেখিয়া, আমাদের মন্তব্য ও পছন্দের বিষয় বুঝিয়া, আমরা কী ‘শেয়ার’ করিতেছি ইত্যাদি অনুযায়ী আমাদের সেই সংক্রান্ত আরো তথ্য সরবরাহ করা হয় ইন্টারনেট দুনিয়ায়। ইহা একদিকে যেমন নিজেদের পছন্দের ও প্রয়োজনীয় বিষয়গুলিকে সহজে পাইতে সহায়তা করে, অপরদিকে তেমনি এইসকল বিষয়ের প্রতি আগ্রহ ও নিজস্ব দৃষ্টিভঙ্গি রহিয়াছে—এমন মানুষদের সাথেও আমরা সহজে পরিচিত হইতে পারি। এটি ইহার ভাল দিক। কিন্তু যদি কোনোভাবে নেতিবাচক বা ভ্রান্ত ধারণাগুলির সহিত আমরা জুড়িয়া যাই, তাহা হইলে জীবনে তাহার বিপরীত প্রভাব পড়িতে বাধ্য। মনের মধ্যে তৈরি হইতে পারে আসক্তি, উদ্বেগ, অশান্তি, হতাশা। আমরা যে তখন সেসকল কথাই প্রতিনিয়ত শুনিতে থাকি। এ যেন এক বদ্ধ ঘরে ক্রমাগত নিজের কথারই প্রতিধ্বনি শুনিয়া যাওয়া! একই বিষয়ের পুনরাবৃত্তি। ইহাতে একঘেয়েমি আসে। কিন্তু উপায় কী? মোল্লা নাসিরুদ্দিন আমাদের সকলের বড় প্রিয় চরিত্র। তাহাকে ঘিরিয়া কত কাহিনি রহিয়াছে! সে প্রতিদিন তাহার দুপুরের খাবার ভাল নয় বলিয়া সহকর্মীদের নিকট অভিযোগ করে। নিত্য একই খাবার খাইয়া সে বিরক্ত, প্রায় অসুস্থ হইয়া পড়িবার উপক্রম। তাহার সহকর্মীরাও তাহার অভিযোগ শুনিয়া ক্লান্ত। অবশেষে তাহারা পরামর্শ দিল : “মোল্লা, গৃহে তোমার স্ত্রীকে বলিও তোমার জন্য আলাদা কিছু খাবার তৈরি করিতে। তাহাকে ভালভাবে বুঝাও।” মোল্লা জবাব দিল : “কিন্তু আমি যে অবিবাহিত।” সহকর্মীরা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল : “তাহা হইলে তোমার দুপুরের খাবার কে তৈরি করে?” “আমিই করি!” উপায় খুঁজিবার আগে একটু ভাবিয়া দেখিতে হইবে—আমাদের অবস্থা ঠিক মোল্লা নাসিরুদ্দিনের মতো নহে তো? ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে কখনো কখনো আমাদের চিন্তাভাবনা এবং মানসিক অবস্থা আমাদের অজ্ঞাতেই এমন একটা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in