১৪ জানুয়ারী ১৮৯৯, প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশ করে উদ্বোধনের পথ চলা শুরু হয়। এই প্রথম সংখ্যায় স্বামী বিবেকানন্দের লেখা একটি ‘প্রস্তাবনা’ ছিল, যাতে পত্রিকার উদ্দেশ্য ও সামাজিক ভূমিকা সম্পর্কে তিনি পাঠকদের অবহিত করেন। ‘উদ্বোধন’ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের একটি আদর্শ সেতুস্বরূপ। প্রাচীন প্রজ্ঞা ও আধুনিক জ্ঞান – এই দুই জিনিস মিলবে উদ্বোধনের পাতায়। উদ্বোধনে ধর্ম, সমাজ, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, কৃষি, শিল্প, সাহিত্য, ভ্রমণ – সবরকম বিষয়েই লেখা ছাপা হবে। সব লেখার মধ্যেই থাকবে উন্নত চিন্তাধারা ও ইতিবাচক মনোভাব। ‘উদ্বোধন’ হবে নতুন ভারতবর্ষেরই উদ্বোধন।