বাংলার যুবসম্প্রদায়ের কাছে ‘উদ্বোধন’ দেশাত্মবোধক ও সেবামূলক প্রেরণার এক প্রধান উৎস হয়ে ওঠে। ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তরুণ-তরুণীরা ধীরে ধীরে রুখে দাঁড়াতে শুরু করে, বিশেষ করে ১৯০৫ খ্রীষ্টাব্দের বঙ্গভঙ্গের পরে আত্মোৎসর্গের আদর্শ বাঙালীদের মনে জোরালো হয়ে ওঠে। স্বাধীনতা সংগ্রামীরা প্রায়ই সঙ্গে গীতা এবং বিবেকানন্দের লেখা রাখে, তা থেকে সরাসরি প্রেরণা সংগ্রহ করে।