স্বামী বিবেকানন্দের নেতৃত্বে ‘উদ্বোধন’ বাংলা ভাষা ও সাহিত্যে বিপ্লব এনে দিল। বিবেকানন্দ বার বার চিঠিতে তাঁর গুরুভাইদের চলিত বাংলা ব্যবহার করতে বলতেন, কারণ তিনি মনে করতেন যে মানুষের মনের কাছাকাছি পৌঁছতে গেলে মুখের ভাষার বিকল্প নেই। অবশ্যই এই ধারণা সমসাময়িক সাহিত্যিক ধারা থেকে অনেকখানি এগিয়ে ছিল – হুতোমী গদ্য আর আলালী গদ্য ছাড়া লিখিত বাংলায় চলিত ভাষার প্রয়োগ তখনো পর্যন্ত নেই বললেই চলে। বিবেকানন্দ নিজে কালীপ্রসন্ন সিংহ ও পিয়ারীচাঁদ মিত্রের সুযোগ্য উত্তরসূরী হয়ে অপূর্ব চলিত বাংলায় কলম ধরেন। উদ্বোধন এখনও অবধি পাক্ষিক পত্রিকা, দশম বর্ষ থেকে তা পুরোপুরি মাসিক হয়ে যাবে।