স্বামী শুদ্ধানন্দ একে একে স্বামী বিবেকানন্দের ইংরিজী লেখাগুলি বাংলায় অনুবাদ করতে শুরু করেন। প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যায় ‘রাজযোগ’-এর কিছু অংশ ছাপা হয়। বিবেকানন্দের মূল বাংলা রচনাও প্রকাশিত হয়, যেমন তাঁর লেখা ম্যাক্স মূলারের রামকৃষ্ণজীবনীর সমালোচনা। প্রথম বর্ষ ষষ্ঠ সংখ্যা থেকে ‘বর্তমান ভারত’ ধারাবাহিকভাবে বের হতে থাকে।