১৯৬৩ খ্রীষ্টাব্দে “বিবেকানন্দ রচনাবলী” প্রকাশ পায়, এতে বাংলায় স্বামী বিবেকানন্দের যাবতীয় লেখাকে সংকলিত করা হয়। মূল ইংরেজি থেকে বাংলা অনুবাদগুলি করেছিলেন স্বামী শুদ্ধানন্দ। এই রচনাবলী বইয়ের জগতে এখনো অতি জনপ্রিয়।