১৯০৯ খ্রীষ্টাব্দের ২৩ মে মা সারদা উদ্বোধনের নতুন বাড়িতে আসেন। এই বাড়ি এখন থেকে ‘মায়ের বাড়ি’ নামেই পরিচিত হবে। এখানে থাকার সময়ে অগণিত ভক্ত তাঁকে দেখতে এবং প্রণাম জানাতে আসতেন। তাদের মধ্যে এমন অনেকে থাকতেন যাঁরা দেশের জন্যে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। বিখ্যাত বিপ্লবী অরবিন্দ ঘোষ (পরে শ্রী অরবিন্দ নামে খ্যাত) ১৯১০ খ্রীষ্টাব্দে নিরুদ্দেশ হওয়ার আগে এখানে এসে মাকে প্রণাম করে যান।