On 18 July 1905, Kedarnath Das donates a piece of land in Gopal Neogi Lane to Belur Math; construction work begins in November 1907 and is completed towards the end of 1908. The Udbodhan office is housed on the ground floor, and the upper floors were reserved for Ma Sarada’s residence and her devotees. Udbodhan shifts its base to this address in November 1908. As it is a subsidiary of the head office at Belur, the branch is named ‘Sri Ramakrishna Math, Baghbazar.’
১৯০৫ খ্রীষ্টাব্দের ১৮ জুলাই শ্রী কেদারনাথ দাস বেলুড় মঠকে গোপাল নিয়োগী লেনে এক টুকরো জমি দান করেন; নির্মাণকাজ ১৯০৭ খ্রীষ্টাব্দের নভেম্বরে শুরু হয় এবং ১৯০৮-এর শেষদিকে সমাপ্ত হয়। উদ্বোধন অফিসটি নিচতলায়, এবং উপরের তলাগুলি মা সারদার বাসভবন এবং তার ভক্তদের জন্য সংরক্ষিত হয়। উদ্বোধন ১৯০৮-এর নভেম্বরে এই ঠিকানায় তার কার্যালয় তুলে আনে। যেহেতু এটি বেলুড়ের প্রধান কেন্দ্রের একটি সহযোগী প্রতিষ্ঠান, তাই শাখাটির নাম হয় “শ্রীরামকৃষ্ণ মঠ, বাগবাজার”।