১৮৯৯ খ্রীষ্টাব্দ; মিশনের আর্থিক অবস্থা ভালো নয়। তা সত্ত্বেও অনেক চেষ্টায় কিছু টাকার ব্যবস্থা হয়, বিবেকানন্দ নিজে এক হাজার টাকা যোগাড় করেন, শ্রী হরিমোহন মিত্র আরো এক হাজার টাকা দেন। একটি ছাপার মেশিন কিনে শ্যামবাজারের কম্বুলিটোলার ১৪ রামচন্দ্র মৈত্র লেনে বসানো হয়। এটিই প্রথম উদ্বোধন প্রেস।