প্রথম বর্ষ পঞ্চদশ সংখ্যা থেকে বিবেকানন্দের ‘বিলাতযাত্রীর পত্র’ বের হতে থাকে; পরে, তৃতীয় বর্ষ থেকে, এটি নাম বদলে ‘পরিব্রাজক’ হবে এবং সেই নামেই বিখ্যাত হবে। দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ – এই দুই বছর ধরে ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ ধারাবাহিকভাবে বেরোয়। বাংলা সাহিত্যে এই দু’টি বইই চিরস্মরণীয় হয়।